মেহেলের সাথে লুপার প্রথম দেখা হয়েছিলো দুরের এক চাদের দেশে ৩০২০ সালে, ছোটবেলায়।এক বাংলা বর্ষবরন অনুষ্ঠানে।
অনেক প্রজাতির স্তন্যপায়িরা আশেপাশে, হাতির শুড়ে পেচিয়ে চিতাবাঘ দোল খাচ্ছে, তালপাখা আকারের ছোট ছোট উড়ন্ত পিরিচে হরিড্রাকুল প্রজাপতি ওদের জ্বলন্ত সোনালি পাখা ঝাপ্টিয়ে উড়ে বেড়াচ্ছে, পাচ পায়ের বিপুল তিমি ট্যাংগো নাচছে এককোষি আলোছড়ানো গোলকপিন্ডের সাথে। ব্যাকটেরিয়া, ভাইরাস, মেরুদন্ডি সরিসৃপ, স্নায়বিক, অস্নায়বিক বিচিত্র আকারের শামুক, গুগলি সব নাচছে, গল্পগুজারি চলছে।কিছুক্ষনের জন্য, সেটা আবার কয়েক বছর সে গ্রহের দুশো দিনের বছর হিশেবে।তাও কম নয়।
পাশ দিয়ে লাফিয়ে লাফিয়ে চাদেহাটা ভঙ্গিতে কাধে পশরার ট্রে ঝুলিয়ে স্বল্প বসনের পশারি, পশারিনিরা চলে যাচ্ছে।যে যার পছন্দের পানিয়, পান, তামাক, সুগন্ধি, আফিম, পপার, কোলা, বাদাম, সালামি, গায়ে মাখার ক্রিম, আইসক্রিম তুলে নিচ্ছে।মেহেল একটা ক্রিমের কৌটা তুলে নিয়ে, ক্রিম মাখা হাত লুপার মুখের সামনে মেলে মুখ নিচু করে সুধায়, মাখি?
হেসে দিয়ে লুপা পালটা জিজ্ঞেস করে, আমি হলোগ্রাম কি না,জানতে চাইছো ,তাই না?
হা হা হা হেসে মেহেল জানালো, তা অনেকটা, দেখামাত্র ক্রিম মাখিয়ে দিতে ইচ্ছে করলো।সব হলোগ্রামে তো সে ইচ্ছে জাগে না।
লুপা থুতনি নাড়িয়ে আদুরে ভঙ্গিতে অনুমতি দিলো।
মেহেল, লুপার চোখ থেকে চোখ সরিয়ে ওর পায়ের কাছে মেঝেতে হাটু গেড়ে বসে।
লুপা, পায়ে?
মেহেল ওপরের দিকে তাকিয়ে মাথা ঝাকিয়ে হু বল্লো।
লুপার পা খালি, শুধু আলতা পরানো, নখে বর্নিল পালিশ, আঙ্গুল ছয়টা করে সেগুলো একেকটাতে প্লাটিনাম, তামা, পিতল, সোনা, রুপার নক্সাকাটা সরু আংটি।মেহেলের সুবিধার জন্য পরনের শাড়ি নিচ থেকে হাটুর ওপর তুলে নিলো।পা থেকে হাটু অব্ধি মোমালো শ্যামলা আভা, কোনো চুল নেই।
মেহেল হাটু গাড়া ভঙ্গি বজ্রাসনে বদলে নিলে, লুপা ওর এক পা মেঝেতে, আরেক পা মেহেলের উরুর ওপর মেলে দিলো।আঙ্গুল থেকে শুরু করতে, লুপা ওর আচলে একটা খুদে বোতাম চাপ দিতেই আংটিগুলো আলতো ভাবে খুলে ওর শাড়িতে উড়ে চলে এলো।
মেহেল, ওপরে তাকিয়ে ধন্যবাদসুচক হেসে মনোযোগ দিয়ে পায়ের পাতায়, আঙ্গুলে, গোড়ালিতে, হাটুর থোড়ে ক্রিম মাখাতে থাকলো।মেহেলের হাতের তালুর চামড়াতে স্বয়ংক্রিয় সিঙ্ক্রোনাইজারে লুপার জিনোম কোড খেলে যেতে থাকলো, একে একে উঠে এলো রাখি, রেখা, সোফিয়া লোরেন, মেরিলিন মনরো, সুচিত্রা সেন, সুচন্দা, জুলিয়েট বিনোশ, ইসাবেল আদজানির নাম, তারপর আরো অনেকগুলো জিনোম সিকোয়েন্সিং মিক্সের পর এলো, হলোগ্রাম নয়, মাদি নেকড়ে মানবি, বংশানুক্রমিক মৌলিক ভাষামাধ্যম ৩৭টি , ১১টি অর্জিত যৌগিক বিশ্বায়িত ভাষা।যৌনতার ধরন,ফোরপ্লে : সাতার, রাগমোচন : চোখ। নাম, লুপা।
একই ভাবে লুপা মেহেলের জিনোম কোড জেনে নিয়েছে, হলোগ্রাম নয়, উভচর গুন্ডালিন মানবি।বাবা মা নাই।দত্তক টেস্ট টিউব থেকে বেড়ে ওঠা।শব্দভান্ডার কম।তোমার প্রাথমিক ভাষাগুলোর ৭ নাম্বার সেটিং বুঝতে পারবে।যৌনতার ধরন, ফোরপ্লে :ছোয়াছুয়ি, রাগমোচন :কানের লতি।নাম মেহেল।
লুপা আবেশে প্রায় মেহেলের কানের লতি ধরে ফেলতে যাচ্ছিলো।চারপাশে শব্দ কমতে কমতে একেবারে থেমে যাওয়ায় এদিক ওদিক তাকিয়ে দেখতে পেলো, ওদের ওপর কয়েক লাখ স্পট লাইট।ও তাড়াতাড়ি চামড়াতে সৌরালো অটো রক্ষন ব্যাবস্থা অন করে দিলো। কিন্তু আড়াল ঢালের ছাতা খুল্লো না।বুঝতে পেলো সবাই ওদের দেখছে।তাতে ও মজা পেলো।ওপরে বিভিন্ন লেভেলে তালপাখার পিরিচে সওয়ার হরিড্রাকুলেরাও থেমে দাড়িয়েছে।ওদের পাখার ফর ফরটাই একটা বেসে বাজছে চাপা হাত তালির মতো।লুপা মেহেলকে বল্লো, এই মেহেল সবাই আমাদের স্পট লাইটে দেখছে, ভাইরাল।তোমার সৌরালো রক্ষন সিস্টেম অন করেছো?
উত্তরে মেহেল জানালো, আমার ওটা লাগে না।ভাষা কম জানি।কিন্তু চামড়া মোটা।
তোমার ভালো লাগছে?
লুপা, খুউউউব ভাল্লাগছে/উউউউউম!লা !Crème de la crème!বৈশাখ মাসেতে গাছে আমেরো কুড়ি, ওহ/
লুপার পায়ের গোড়ালি থেকে হাটু অব্ধি ক্রিম মাখাতে মাখাতে মেহেল বলে, পুস্প ফুটে পুস্প ডালে ভ্রমর গুঞ্জরি, আহ
লুপা, hey that's quite right.You are so right here.বৈশাখ মাসেতে হয় রবি খরতর, উহ
মেহেল, গাছেতে পাকিলো আম অতি সুবিস্তর, ওহ
এর পর ওরা কিছুটা ট্যাংগো, কিছুটা ফ্ল্যামেঙ্কো ভঙ্গিতে একে অন্যের দেহ সংলগ্ন হয়ে নাচে আর সুর খেলিয়ে পরস্পরকে টিটকারি দিতে থাকে।এসময়, মেহেল লুপার কোমরে, বাজুতে, গালে, কপালে টোকা মারার ছলে ক্রিম মাখিয়ে সরে যেতে থাকে।
কটাক্ষে লুপা বলে ওঠে, নতুন বৎসর আইলো ধরি নবসাজ, আহ
লুপার বুকের ভাজের কাছে ক্রিমের টোকা মেরে মেহেল বলে, কুঞ্জে ফুটে রক্তজবা, নিমেষে গন্ধরাজ, ওহ
চারদিক থেকে ডলবি সিস্টেমে বুমবক্সে বাজতে থাকে সমস্বরে
গাছে ধরে নবপত্র নবিন মুকুল।
চারিদিকেতে ক্রিম মাখা মধুমক্ষিকার হুল
ক্রেম দে লা ক্রেম, লা ক্রেম দে লা ক্রেম
এহিত বৈশাখ মাস অতি দুসময়
এহিত বৈশাখ মাস অতি সুসময়
দারুন রৌদ্রের তাপে লুপা দগ্ধ হয়
ক্রেম দে লা ক্রেম, লা ক্রেম দে লা ক্রেম
এসময় ওদের মাথার ওপর মাঝারি উড়ন্ত শাটলে এক দঙ্গল ছেলেমেয়ে এসে থামলো।তাদের ভেতর কয়েকজন ঐ লুপা, ঐ লুপা, আমরা অন্য আরেক চাদে যাচ্ছি, তুই আসবি না?
লুপা ওপরে মুখ তুলে জানালো, তোরা যা, কয়েক বছর পর যাবো।শাটলটা উধাও হতে হতে, মেহেল লুপার চোখের দিকে তাকিয়ে।লুপা ওর হাত মেহেলের কানের লতির দিকে নিতে গেলে, মেহেল ওর হাতে ক্রিম মাখিয়ে দিলো।চারপাশে তুমুল শোঁ শোঁ শোঁ আওয়াজের সাথে বিপুল উচু উচু ঢেউ এর পর ঢেউ বইতে থাকে।লুপার পায়ের আঙ্গুলগুলো ছড়িয়ে সার্ফিং বোর্ডে রুপান্তরিত হয়, মেহেল লাফ দিয়ে উঠে পড়ে সে সার্ফিং বোর্ডে, দু দিকে পা ছড়িয়ে বসে পড়ে।ওর পা সাগরের পানিতে, দুহাত জড়িয়ে ধরেছে লুপার হাটু।লুপা দাড়ানো সামনের দিকে মুখ করে, ঝুকছে, পা বাকাচ্ছে হালের মতো, দু দিকে হাত ছড়িয়ে দিচ্ছে পালের মতো সার্ফিং বোর্ডটাকে উথাল পাথাল ক্রিমের ফ্যানা মাখা ঢেউয়ে ভাসিয়ে রাখতে।চলবে...
চয়ন খায়রুল হাবিব
জুলাই, ২০২০
ব্রিটানি, ফ্রান্স
Cover by Sarah Sellers