আজকে বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী।যেভাবে উদযাপনের কথা ছিলো, তার অনেক টুকু কাট ছাট করতে হয়েছে করোনাভাইরাস প্যান্ডেমিকের কারনে।বংগবন্ধুর জীবনে আকস্মিক যবনিকা ঘটায় 'বাংলাদেশ সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য'।সেভাবেই আমাদের ভাবতে, লিখতে এবং বলতে বলা হয়েছে।তার সাথে আমরা জানি দুই যুগ ধরে প্রত্যক্ষ, পরোক্ষ সেনাশাসনের সময় বংগবন্ধু হত্যাকান্ডের বিচারের পথ বন্ধ করে দেয়া হয়েছিলো।১৯৭৫ এ সেনা কর্তারা যেভাবে পারস্পরিক হত্যাযজ্ঞে মেতে উঠেছিলো, তার বিপরিতে ২০২০ সালে একই সেনাবাহিনী কি লাখো গুণ বেশী সুবিধা পাওয়া অবস্থায় করোনা কবলিত দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষায় অংশ গ্রহনে আন্তরিক?
Tuesday, March 17, 2020
বংগসেনা বিভংগ ও ফরাসি রংগ!
আজকে বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী।যেভাবে উদযাপনের কথা ছিলো, তার অনেক টুকু কাট ছাট করতে হয়েছে করোনাভাইরাস প্যান্ডেমিকের কারনে।বংগবন্ধুর জীবনে আকস্মিক যবনিকা ঘটায় 'বাংলাদেশ সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য'।সেভাবেই আমাদের ভাবতে, লিখতে এবং বলতে বলা হয়েছে।তার সাথে আমরা জানি দুই যুগ ধরে প্রত্যক্ষ, পরোক্ষ সেনাশাসনের সময় বংগবন্ধু হত্যাকান্ডের বিচারের পথ বন্ধ করে দেয়া হয়েছিলো।১৯৭৫ এ সেনা কর্তারা যেভাবে পারস্পরিক হত্যাযজ্ঞে মেতে উঠেছিলো, তার বিপরিতে ২০২০ সালে একই সেনাবাহিনী কি লাখো গুণ বেশী সুবিধা পাওয়া অবস্থায় করোনা কবলিত দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষায় অংশ গ্রহনে আন্তরিক?
Saturday, March 14, 2020
Subscribe to:
Posts (Atom)